প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৩, ০:১৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা-৪ দেবীদ্বার সংসদীয় আসনে মুখোমুখি হতে যাচ্ছে দেশব্যাপী আলোচিত এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও সদ্য পদত্যাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। নানান কারণে ইতোমধ্যে তারা দু'জন দেশব্যাপী আলোচিত ও সমালোচিত হয়েছেন।
বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে রাজী মোহাম্মদ ফখরুল ও আ.লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছেন। ইতিমধ্যে মনোনয়নপত্র বাছাই শেষে কুমিল্লা-৪ আসনে রাজী মোহাম্মদ ফখরুল ও আবুল কালাম আজাদসহ ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী দেবীদ্বার উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন আবুল কালাম আজাদ। সে নির্বাচনে স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের আপন চাচা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এএফএম তারেক মুন্সীকে পরাজিত করে নৌকার বিজয় ছিনিয়ে নেয় আবুল কালাম আজাদ। বিজয়ের পর স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের একচ্ছত্র আধিপত্তে তিনি বাঁধ সাঁধেন। সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের বিরোধ সংঘাত, হামলা, মামলার ঘটনায় তারা দুজনেই দেশব্যাপী আলোচিত হয়ে উঠেন। গত বছরের ১৬ জুলাই বিকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে কিল-ঘুষি ও হাতাহাতি ঘটনা ঘটে। ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠে দেবীদ্বার। ওই ঘটনা দেশব্যাপী বেশ আলোচিত হয়ে উঠে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২০ নভেম্বর দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আওয়ামীলীগের দলীয় মনোনয় চান মোঃ আবুল কালাম আজাদ। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হন তিনি। এ নিয়ে আসন্ন নির্বাচনে নতুন করে ভোটের সমিকরণ শুরু হয়েছে এ আসনে। নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এবং স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ছাড়াও এ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইউসুফ আসগর, কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা প্রতীকের প্রার্থী সাদিয়া সাবা, বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মনোনীত একতারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শফিউল বাদশা, বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত ফুলের মালা প্রতীকের প্রাথরর্থী আজহারুল করিম মুন্সী, গণফ্রন্ট মনোনীত মাছ প্রতীকের প্রার্থী মোঃ আলা উদ্দিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত টেলিভিশন প্রতীকের প্রার্থী শাহেরা বেগম।
তবে দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে এমপি ও চেয়ারম্যানের মধ্যে আবারো দ্বন্দ্ব ও সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে আতংক ও উৎকন্ঠার মধ্যে রয়েছেন ভোটার ও উপজেলার সাধারণ মানুষ। এদিকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী স্ব-স্ব প্রার্থীরা।