প্রকাশ: ১ নভেম্বর ২০২৩, ১:৩৪
দেশের বিভিন্ন পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া ৩৭১ শিশুকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত বিভিন্ন বয়সী শিশুদের উদ্ধার করা হয়েছে। প্রতিটি শিশুকে উদ্ধারের পর অতিদ্রুত সময়ের মধ্যে পরিবারের কাছে ফিরিয়ে দেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। একই সময়ে ৪৫টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোনসহ অন্যান্য হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করে পর্যটকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
আজ বুধবার বিকেলে টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের সূত্রে এসব তথ্য জানা গেছে।
ট্যুরিস্ট পুলিশের একাধিক সদস্য জানান, দুই ঈদের সময় ও সরকারি বড় ছুটির সময়ে অভিভাবকদের সঙ্গে আসা শিশুরা ঘুরে-ফেরার মধ্যে হঠাৎ করে চোখের আড়াল হয়ে যান। এতে করে প্রাথমিক খোঁজাখুঁজি করে না পেয়ে অভিভাবকরা দিশেহারা হয়ে পড়েন। এ সময়ে মাইকিং করে তৎপরতা চালিয়ে তাদের শিশুদের উদ্ধার করে দেয় ট্যুরিস্ট পুলিশ।
এ জন্য অভিভাবকদের আরো সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন তারা।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ও মিডিয়া উইং) নাদিয়া ফারজানা জানান, গত এক বছরে ৩৭১ শিশু উদ্ধারের পাশাপাশি দায়িত্বরত এলাকা থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে গ্রেপ্তার, মোবাইল কোর্টে জরিমানা ও বেশ কিছু মামলা মুলতবি করা হয়েছে। এছাড়া দুই হাজার ৬৯৬ পিস ইয়াবা ও ২৬ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ জানায়, গত এক বছরে দেশের বিভিন্ন পর্যটন স্পটে দেশি দর্শনার্থী ছিল আনুমানিক ২ কোটি ৭৭লাখ ৩৭ হাজার ৪৫৫ জন ও বিদেশি দর্শনার্থী ছিল ১১ হাজার ৭৮৮ জন। একই সময়ে দেশি পর্যটক ছিল ১ কোটি ১০ লাখ ৬৯ হাজার ৯৬২ জন ও বিদেশি পর্যটক ছিল ১৭ হাজার ৪১ জন।
দেশের ১০৪টি পর্যটন স্পটে দেশি-বিদেশি পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা ও তথ্যসেবা প্রদান করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ।