প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০:২১
অব্যাহত উত্যক্তের পর এক স্কুলছাত্রীকে রাতের আধাঁরে জোরপূর্বক ধরে নিয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্লীলতাহানিসহ ব্যাপক মারধর করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে থানায় মামলা দায়েরের পর পুলিশ এজাহারভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার উত্তর মুন্সীরতালুক গ্রামের।
এজাহারের বরাত দিয়ে থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানিয়েছেন, ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে (১৫) দীর্ঘদিন থেকে যৌণ হয়রানী করে আসছিলো উত্তর মুন্সীরতালুক গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর বখাটে ছেলে হৃদয় বাড়ৈ ও তার সহযোগিরা। তারই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর রাতে ছোট বোনের সাথে দুর্গাপূজার অনুষ্ঠান থেকে ফেরার পথে বখাটে হৃদয় ও তার সহযোগি হরষিৎ বাড়ৈ, অসীম কুমারসহ অন্যান্যরা জোরপূর্বক ওই স্কুল ছাত্রীকে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
একপর্যায়ে স্কুল ছাত্রী ও তার ছোট বোনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা ওই স্কুল ছাত্রীর শ্লীলতাহানি ঘটিয়ে মারধর করে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় সোমবার সকালে উত্তরমুন্সীর তালুক গ্রামের বাসিন্দা স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি হরষিৎ বাড়ৈকে গ্রেপ্তার করেছেন।
ওসি (তদন্ত) আরও জানিয়েছেন, এজাহারভূক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।