প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ৪:৬
রাত পোহালেই চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে লড়াইয়ে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সাম্প্রতিক পারফরম্যান্স ও শক্তিমত্তার দিক থেকে কিউইরা বেশ এগিয়ে থাকলেও বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টকে বেশ সমীহ করছেন ব্ল্যাক ক্যাপরা।
নিজেদের বিশ্বকাপের শুরুটা বেশ দাপটের সঙ্গেই হয়েছে নিউজিল্যান্ডের। ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও জয় বাগিয়ে নেয় কিউইরা।
অপরদিকে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও ইংল্যান্ডের বিপক্ষে বড় রকমের হোঁচট খায় লাল-সবুজের প্রতিনিধিরা।
আহত বাঘের সামনে তাই এখন মিশন উড়তে থাকা কিউইদের মাটিতে নামানো।
শক্তিমত্তায় এগিয়ে থাকার পরও বাংলাদেশের সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজদের সহজভাবে দেখছেন না কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য আসলেই কিছুটা চ্যালেঞ্জ। কারণ আপনি জানেন, এটা এমন একটা ফরম্যাট যেখানে যেকেউ, যেকাউকেই হারিয়ে দিতে পারে। এটাতে কোনো সন্দেহ নেই যে, দুই দলের বেশ কিছু ভালো স্পিনার আছে। তারা কালকের ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে। আমরা আসলে কি করতে পারি, আমাদের প্লেয়াররা কি করতে পারে সে দিকেই আমাদের নজর থাকবে।’
উইলিয়ামসন আরও বলেন, ‘উপমহাদেশের কন্ডিশনে বলতেই হয়, তাদের দলে বেশ কিছু ম্যাচ উইনার আছে। আমি আগেই বললাম, এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে প্রতিটা দলেরই চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা আছে। আসলেই দল হয়ে খেলা গুরুত্বপূর্ণ। কারণ এটা লম্বা টুর্নামেন্ট।’