প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০:৩৭
বরিশালে স্বর্ণ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া খালপাড় সড়ক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ পিস নকল স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, স্বর্ণের বার সদৃশ বস্তুর সাথে থাকা চিঠি দেখিয়ে প্রতারণা করার গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় কাউনিয়া থানা পুলিশ। বেলা দেড়টার দিকে পরিচালিত অভিযানে পশ্চিম কাউনিয়া খালপাড় সড়ক থেকে প্রতারক চক্রের সদস্য কাওসার হাওলাদার (৪৫) ও মোঃ বেলাল শিকদার (২৯) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ পিস নকল স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। এ সময় প্রতারক দলের অপর তিন সদস্য কৌশলে পালিয়ে যায়।
আটককৃত কাওসার হাওলাদার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানা বলবুনিয়া গ্রামের মৃত শফিজ উদ্দিন হাওলাদারের ছেলে এবং মোঃ বেলাল শিকদার পশ্চিম কাউনিয়া সাদুর বটতলা এলাকার কুটি শিকদারের ছেলে।
আটককৃত দুইজনসহ পলাতক প্রতারকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।