প্রকাশ: ৮ অক্টোবর ২০২৩, ১:৪৬
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি নামক স্থানে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কসম আলী (৮০) নামের এক বৃদ্ধের।
রবিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত কসম আলী সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত মোহন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কসম আলী আমঝুপি সাপ্তাহিক হাট থেকে বাজার করে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে উঠছিলেন। এসময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল কসম আলীকে ধাক্কা দেয়। এত কসম আলী সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, দ্রুতগামীর ওই মোটরসাইকেলটি ধরতে পারেনি স্থানীয়রা।
এদিকে ঘটনাস্থলে মেহেরপুর সদর থানা পুলিশের দল উপস্থিত হয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে।