প্রকাশ: ১ অক্টোবর ২০২৩, ১:৫
নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর পালপাড়া এলাকায় বন্যার পানিতে ডুবে অভিমুন্ডু (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অভিমুন্ডু ভবানীপুর পালপাড়া গ্রামের প্রনব হালদারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকেই পরিবারের লোকজন বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। বেলা বাড়ার সাথে সাথে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে উঠানে খেলা করছিলো অভিমুন্ডু। হঠাৎ করে খেলতে খেলতে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকলে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশেই বন্যার পানিতে অভিমুন্ডুর মরদেহ ভাসতে দেখে। সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। তিনি উপজেলাবাসীকে উদ্দেশ্য করে বলেন, বন্যার পানি থেকে শিশুদের রক্ষায় আমাদের সবাইকে সচেতন ও সজাগ হতে হবে।