প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ২:৩৪
দিনাজপুরের হাকিমপুর হিলিতে আগামী (১৫, ১৭, ২১) আগষ্ট যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ আগষ্ট) বিকেল পাঁচটায় হিলি বাসস্ট্যান্ডের পূর্ব পার্শ্বে উপজেলা আ'লীগের নবনির্মিত নিজস্ব কার্যালয়ে এই প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন এর সভাপতিত্বে আলোচনা সভায় আগামী ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস, ১৭ ই আগষ্ট বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ও ২১ আগষ্ট ভয়াভয় গ্রেনেড হামলা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে ব্যাপক আলোচনা করা হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, সোহরাব হোসেন প্রতাপ, আশরাফ আলী প্রধান, আলহাজ্ব শহীদ শেখ, হাকিমপুর হিলি পৌর আ"লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, বোয়ালদাড় ইউনিয়ন আ'লীগের সভাপতি ছদরুল ইসলাম, আলিহাট ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী, সাধারণ সম্পাদক তৌহিদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক মহাসিন আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, শ্রমিক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা আগামী (১৫,১৭, ও২১) আগষ্টের কর্মসূচি যথাযথ মর্যাদায় উদযাপন কারার আহবান জানান। সেই সাথে জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী সরকার গঠনের লক্ষ্য দলের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।