প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ২:১৬
‘সবুজ করি কুড়িগ্রাম’ প্রতিপাদ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ভূরুঙ্গামারীতে ফলদ, বনজ, ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কের ধারে চারা রোপণ করেন। এছাড়া তিনি সোনাহাট ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫০০ ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন। সকালে তিনি ভূরুঙ্গামারী থানায় কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের লক্ষ্যে থানা চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, বছরে যে পরিমান চারা রোপণ করা হয় সঠিকভাবে সেগুলোর যত্ন নিলে বৃক্ষ রোপণ কর্মসূচি সফল হবে। পথের ধারে রোপণ করা আজকের চারা আগামীতে বড় গাছে পরিণত হয়ে ছায়া দেবে। প্রকৃতির সৌন্দর্য্য বৃদ্ধি করবে।
পথের ধারে রোপণ করা চারার তত্ত্বাবধানের জন্য তিনি ৩ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় অন্যদের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, সহকারি পুলিশ সুপার মোর্শেদুল হাসান পিপিএম, ওসি রুহুল আমিন, ওসি (তদন্ত) আজহার আলী, সোনাহাট ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।