প্রকাশ: ১ জুলাই ২০২৩, ২:২৮
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেলের হেমলেট, কাগজপত্র ও চালকদের রেজিস্ট্রেশন না থাকায় সাড়ে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে, সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দীন।সেইসঙ্গে ১১টি মামলা দেওয়া হয়েছে।
এসময় সঙ্গে ছিলেন, এস আই মো.জয়নাল আবেদিনও মো. তারিকুল ইসলাম সহ সরাইল থানা পুলিশ ফোর্স।
১ জুলাই শনিবার বিকাল পর্যন্ত সরাইল উপজেলার উচালিয়াপাড়া চৌরাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা গাড়ি ও মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করেন। যাদের কাগজপত্র সঠিক পাওয়া যায়নি তাদের আটক করে এ আর্থিক জরিমানা করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, পবিত্র ঈদে সড়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, অবৈধ গাড়ি ও মোটর সাইকেলের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় সরাইল উপজেলা উচালিয়াপাড়া চৌরাস্তা মোড় এলাকায় মোটর সাইকেলের কাগজপত্র ও চালকদের রেজিস্ট্রেশন হেমলেট না থাকায় ১১টি মামলা সহ সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।