প্রকাশ: ৫ মে ২০২৩, ১:২১
করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন। শুক্রবার (৫ মে) দুপুরে টেস্টের পর তার কোভিড আক্রান্ত হওয়ার কথা জানা যায়।
শুক্রবার বিকেলে বুশরা আফরিনের ফুফাতো ভাই তৌফিক ফোনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুশরা এখন বাসায় আছেন। গতকালও গায়ে জ্বর, কাশি ছিল। সে এখন আইসোলেশনে আছে, বাসাতেই চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেয় দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার।
এ ব্যাপারে তাদের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশন।