প্রকাশ: ৯ এপ্রিল ২০২৩, ৪:২১
ঈদের আর মাত্র ১৩ দিন বাকি। তাই গত ৭ তারিখেই শুরু হয়ে যায় ঈদের অগ্রিম টিকিট বিক্রি। তবে বিক্রির দুই দিন পার হয়ে গেলেও তেমন ভিড় দেখা যায়নি। দুই-একটি কাউন্টারে কিছু লোকের ভিড় রয়েছে। বাকি কাউন্টারগুলোতে সাধারণভাবেই টিকিট বিক্রি হচ্ছে। কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, অনলাইনেই বেশি টিকিট বিক্রি হচ্ছে। আজ রবিবার রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাসস্টান্ডে গিয়ে এ চিত্র দেখা যায়।
রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, কাউন্টারগুলোতে সাধারণ দিনের মতোই টিকিট বিক্রি হচ্ছে। প্রত্যেক কাউন্টারের একপাশে হচ্ছে দিনের টিকিট বিক্রি। অন্যপাশে হচ্ছে ঈদের টিকিট বিক্রি। তবে ঈদের টিকিট বিক্রি পাশের চাইতেও দিনের টিকিট বিক্রির পাশে রয়েছে ভিড়। রয়েল, পূর্বাশা, গ্রামীণ ও হানিফে ঈদের টিকিট বিক্রির জায়গায় লোকজনের হালকা ভিড় রয়েছে।
কাউন্টারের লোক জনের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯ ও ২০ তারিখে টিকিট প্রায় শেষ হয়ে গিছে। ২১ তারিখের সকালের কিছু টিকিট রয়েছে। এ ছাড়া ১৭ ও ১৮ তারিখের টিকিট কম বিক্রি হচ্ছে। তবে এবার অনলাইনেই বেশি টিকিট বিক্রি হচ্ছে।
কল্যাণপুর বাসস্ট্যান্ডে শ্যামলী বাস কাউন্টারের ম্যানেজার শাকিল আহমেদ বলেন, ১৯ ও ২০ তারিখের সব টিকিট শেষ। ২১ তারিখ সকাল ও রাতের কিছু টিকিট রয়েছে। এবার অনলাইনেই বেশি টিকিট বিক্রি হয়েছে। আমাদের কাউন্টারে তিনদিন তেমন ভিড়ই ছিল না।
তবে অনলাইনে না ছাড়লেও অল্প ভিড়েই ২০ তারিখের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান গাবতলী বাসস্টান্ডে রয়েল বাস কাউন্টারের টিকিট বিক্রেতা হৃদয় আহমেদ সুমন।