প্রকাশ: ৭ এপ্রিল ২০২৩, ২৩:৪৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া খেলার সময় ১১জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতেরছড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটক জুয়াড়িরা হলেন নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনী এলাকার খয়বর আলী (৪০) ও ফজছু মিয়া (৩৫)। ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতেরছড়ার এরশাদুল হক (৫০), গনাইয়েরকুটির জাক্কু মোল্লা (৪৫), উত্তর ভরতেরছড়ার শাহীন মন্ডল (৩৮), ভূরুঙ্গামারী ইউনিয়নের খয়বর মোড়ের মোফাজ্জল হোসেন (৪০), বলদিয়া ইউনিয়নের মংলারকুটির কোরবান আলী (৫০), চর সতিপুরির আনোয়ার হোসেন (৩৩)। নাগেশ্বরীর কচাকাটা থানার কেদার ইউনিয়নের হাজীপাড়ার আব্দুস সামাদ (৫৫), টেপারকুটির লুৎফর রহমান (৫০), গোলেরহাটের জহুরুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারীর বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতেরছড়া এলাকার আনিছুর রহমানের (৩০) বাড়িতে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে জুয়ার খেলার বিভিন্ন উপকরণ, নগদ ২৮ হাজার ৩০ টাকা, ছয়টি মোবাইল ফোন, ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। বাড়ির মালিক আনিছুর পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন, পলাতক আনিছুর সহ আটক জুয়াড়িদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে যা আরো জোরদার করা হবে।