প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১:২৬
পিরোজপুরের কাউখালী উপজেলা তথ্য কেন্দ্র কতৃক আয়োজিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক উঠান বৈঠক মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণ আমরাজুড়ি গ্রামের বৈরাগী বাড়িতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
বৈঠকে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, পরিবার পরিকল্পনা পরিদর্শক আলী হায়দার, ইউপি সদস্য শ্যামলী রানী প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রুবাইয়াত জাহান।