প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৮
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর জন্মদিন ও সুস্থ্যতা কামনায় গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল এর পক্ষ থেকে গোয়ালন্দে আল-জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসায় শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জুম্মা নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে এ সময় মাদ্রাসার সকল ছাত্রদের মাঝে দুপরের খাবার দেওয়া হয়।
দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খান, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো: ছিদ্দিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল আলম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি মো: বাবু মন্ডল, সাধারণ সম্পাদক মো: জালাল হোসাইন সহ প্রমুখ।
এ সময় মোঃ নজরুল ইসলাম মন্ডল সকলের কাছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া কামনা করেন।