প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০:৩১
মাদারীপুরের ডাসারে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ডাসার উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,ডাসার থানার ওসি(তদন্ত)মোঃ মনজুরুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান,উপজেলা আনসারও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সৈয়দ আহসানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার,ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এ্যান্ড কলেজের ড্রইং ইঞ্জিঃ শেখ এবাদুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর,কাজীবাকাই ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ,বালিগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান,ডাসার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই সরদার,নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার,সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম,নবগ্রাম ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য সাবিত্রী ভৌমিক ও ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,সদ্য সমাপ্ত হওয়া মাদারীপুর উৎসব-২০২৩. উদযাপন অন্যান্য উপজেলার ন্যায় ডাসার উপজেলা খুবই সুন্দর ভাবে পালন হয়েছে,তাই যারা এই অনুষ্ঠান পালনে প্রত্যক্ষ ও প্ররোক্ষ ভাবে প্রশাসনকে উক্ত অনুষ্ঠানে সহযোগীতা করেছেন, তাদেরকে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ধন্যবাদ জ্ঞাপন করেন।
আমরা চাই, ডাসার উপজেলা অন্যান্য উপজেলার কাছে একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করবে। প্রতিটি ইউনিয়নে সকল শ্রেনী পেশার জনগন নিয়ে সচেতনা মুলক সভা চলমান থাকবে। যাহাতে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, জুয়া সহ সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে হবে এবং সচেতনা সভার মাধ্যমে সাধারন জনগনকে এর কুফল/সুফল সম্পর্কে অবহিত করতে হবে।