মাদারীপুরের ডাসারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীদের মাঝে নতুন বই বিতরনের মাধ্যমে বই উৎসব পালন করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন।
আজ রবিবার পহেলা জানুয়ারী ২০২৩ সকালে, সারা দেশের ন্যায় মাদারীপুরের ডাসার উপজেলার বীরমোহন উচ্চ বিদ্যালয়,গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সনমন্দি উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীরমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইদ হোসেন সহ সকল সদস্য,গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই দিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তাই ধারাবাহিকতায় আজ তোমরাও সবাই নতুন বই পেলে। আমি আশা করব তোমরা ভালভাবে পড়াশুনা করে,তোমরাও আমার মত ইউএনও এবং আরও বড় অফিসার হয়ে,দেশ ও জাতীর কাজ করবা।