প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ২:২২
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার বৈগ্রাম এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত। অপর জন গুরুতর আহত।
রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলের চালক একলাস রহমান (৩০) বৈগ্রাম দক্ষিণ পাড়ার তসলিম উদ্দিনের ছেলে। আহত রুবেল মিয়া (৩৫) একই গ্রামের শাহ আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, আজ সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাত দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্হলে পুলিশ পাঠিয়ে দিয়েছি এবং হাসপাতালে আহত রুবেল মিয়ার সাথে দেখা করেছি। পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পারি, তারা দুই জনে হিলি বাজার থেকে হিলি আনসার ব্যাটালিয়নের পাশের পাকা রাস্তা দিয়ে ছোটডাঙ্গাপাড়া হয়ে মাটির রাস্তা দিয়ে গ্রামের নিকট পৌছিলে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শের গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পরে।
এতে ঘটনা স্হলে চালক একলাস নিহত হয়। অপর জন রুবেল মিয়া গুরুতর আহত হয়। এলাকাবাসী আহত রুবেল মিয়াকে স্হানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসকার তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে রেফার্ট করেন।