প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২২, ০:৪৬
বরিশালে দরিদ্র, অসহায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম. নাজমুল হাসান এনডিসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক বরিশাল রেঞ্জের পরিচালক মো: আশরাফুল আলম এর নেতৃত্বে বরিশাল রেঞ্জ ও জেলার পক্ষ থেকে রবিবার বেলা ১১টায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আশরাফুল আলম এ সময় বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় দেশব্যাপী বিভিন্ন মানব কল্যাণকর, উন্নয়নমূলক এবং জনহিতকর বিভিন্ন কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে আসছে এরই একটি অংশ হিসেবে সারাদেশ ব্যাপী কম্বল ও শীতবস্ত্র বিতরণ পরিচালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় বরিশাল জেলার ১০ টি উপজেলায় রেঞ্জ ও জেলার পক্ষ হতে ৯০ জন অসহায়-দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রকিব উদ্দিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেরিনা আক্তার সহ বিভিন্ন পর্যায়ের সদস্য-সদস্যাবৃন্দ।