প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০:৩২
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে অত্র বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোবিন্দাসী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ ছরোয়ার হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গাজি ইকরাম উদ্দিন তারা মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরণ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদের সদস্য মোঃ খায়রুল ইসলাম তালুকদার বাবলু, অর্জুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী মোল্লা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ পুলিশ, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ আকন্দ বাদশা, গোবিন্দাসী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শামীম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজীম উদ্দিন, মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, কোষাধ্যক্ষ সেলিম মৃধা, কার্যকরী সদস্য মোঃ জহুরুল ইসলাম, নজরুল ইসলাম, সাহেব আলী, আরজু, বিপ্লব মন্ডল সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গোবিন্দাসী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল। অনুষ্ঠান শেষে সকল সদস্যদের মধ্যে খাবার বিতরণ করা হয়।