
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ২৩:২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে মহান বিজয় দিবস ২০২২ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা,

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।