প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০:৫
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারের নাছিম ফল ভান্ডার নামক ব্যবসায়ীক দোকানের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) সকালে লাল টেপ দিয়ে মোড়ানো হাতের লেখা 'সাবধান কিশোর গ্যাং' পরিচয়ে ফেলে যাওয়া বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে বামন্দী পুলিশ ক্যাম্প। নাসিম ফল ভান্ডারের স্বত্বাধিকারী নাসিম হোসেন উপজেলার বাওট গ্রামের আনছারুল ইসলামের ছেলে।
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) ইসরাফিল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বামন্দী বাজারের নাসিম ফল ভান্ডারের সামনে থেকে লাল টেপ দিয়ে জড়ানো একটি বোমা সদৃশ বস্তু সকাল ৭ টার দিকে উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এটা রেখে গেছে তার কারণ জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছে।
বামন্দী বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু জানান, নাসিম হোসেনের বামন্দী বাজারে একটি গার্মেন্টস ও একটি ফলের দোকান রয়েছে। তার আচার-আচরণ ভালো। তাছাড়া তার ব্যবসা প্রতিষ্ঠানের বেশ সুনাম রয়েছে। বেচা বিক্রিও বেশ ভালো। তার এই ব্যবসায়িক উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি।
ওই ঘটনায় ফল ভান্ডারের স্বত্বাধিকারী নাসিম হোসেন ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন বলে গণমাধ্যমকে জানান। এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে।