প্রকাশ: ১ অক্টোবর ২০২২, ২৩:৪৯
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাত্রী পারাপারের নিউজ সংগ্রহ করতে গিয়ে হামালার স্বীকার হয়েছেন সাংবাদিকরা। এসময় আরটিভির সাংবাদিকের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।
শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় এনটিভির সাংবাদিক জাহিদুল ইসলাম, সময় টিভির সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, আরটিভির সাংবাদিক আব্দুল আজিজ, এখন টিভির সাংবাদিক সোহেল রানা, এশিয়ান টিভির সাংবাদিক শাহিন, বাংলা টিভির কুদ্দুস আলী উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা বলেন, সকালে পাসপোর্ট যাত্রী পারাপারের নিউজ সংগ্রহ করতে গেলে একদল দুর্বৃত্ত উত্তেজিত হয়ে সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে তারা আরটিভি’র ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম ও হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম ঘটনাস্থল আসেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম বলেন, হিলি চেকপোস্টে সাংবাদিকদের উপর হামলা হয়েছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।
এবিষয়েহাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।