প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২২, ০:০
টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে ডুবে আব্দুল কাদের (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই এলাকার রাজমিস্ত্রি আজাদ শেখের ছেলে।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, কাদের তাঁর ছোট ভাইকে সাথে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে কাদের পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা শিশু কাদেরের লাশ উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর থানার এসআই আরফান আলী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাদের তার ছোট ভাইকে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে সে পানিতে ডুবে যায়। ছোট ভাই বাড়িতে এসে মাকে জানায়। পরে তার মা আশে পাশের লোকজন নিয়ে শিশুটিকে পুকুর থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।