প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ১:৫৮
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেইটে অভিযান চালিয়ে ১৯৮০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ মাদক কারবারিকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক মাদক কারবারি হলো, যশোর জেলার কোতয়ালী থানার উপশহর ১নং ওয়ার্ডের মো. হাবিবুর রহমান মো. হুমায়ুন কবির অরফে রানা (৪৪)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন চন্দ্র বর্মন, এএসআই নজরুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর রেলগেইটস্থ জনৈক মোঃ শুকুর আলী শেখ এর টিকেট কাউন্টারের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে ১৯৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট তাকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ্য ৯৬ হাজর টাকা।
উক্ত গ্ৰেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।