প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৭
দিনাজপুরের হিলিতে ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। কম দামে চাল কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষরা।
বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌরসভার চারমাথা এই কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন রশীদ হারুন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম।
এসময় সেখানে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, ওএমএস ডিলার লিয়াকত আলিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ভোটার আইডি কার্ডের ফটোকপি ও টিসিবির ফ্যামেলি কার্ডধারীরা মাথাপিছু ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি করে চাল কিনতে পারবেন। এই কর্মসূচির আওতায় হাকিমপুর উপজেলার তিনটি পয়েন্টে প্রতিদিন ৬ টন করে চাল বিক্রি করা হবে যা চলবে টানা ২২ দিন ধরে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।