
লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ১৭:৪১
শেয়ার করুনঃ

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো সাজেদুল ইসলামের পুত্র আলিফ (৪) ও শাহিনুরের পুত্র শান্ত (৩) তারা একে অপরের চাচাত ভাই।
বুধবার (১৮ আগস্ট ) বিকেল ৪টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়ে।

নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে খেলা করতে গিয়ে দুপুরের পর কোন এক সময় আলিফ ও শান্ত পুকুরে পড়ে যায়। তাদেরকে খুজাখুজির এক পর্যায়ে পুকুরে তাদের লাশ পাওয়া যায়।
আড়বাব ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ
