প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ২৩:৫৩
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল।
দিনের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও শোকাবহ আগস্টের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়।
বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমলের নেতৃত্বে একটি শোক রেলী বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বামন্দী বাজার বাসষ্টান্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে নির্মমভাবে নিহত হওয়া বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা, ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যবৃন্দ এবং যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ-সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।