প্রকাশ: ৮ আগস্ট ২০২২, ২২:৩৭
জয়পুরহাটের পাঁচবিবিতে মোঃ মোরসালিন হোসেন (৬) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার জাম্বুবান গ্রামে এই ঘটনা ঘটে।মৃত ওই গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান,সকালে বাড়ির পার্শ্বে খেলা করছিলো। খেলা করার কোন এক সময় পুকুরে পড়ে যায়। পরে লোকজন পুকুরের পানিতে ভাসা অবস্থায় দেখতে পেয়ে ওই শিশুকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।