প্রকাশ: ৬ আগস্ট ২০২২, ২৩:৫২
স্টমাক ইনফেকশন এ হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর স্কায়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, জেলা বিএনপির যুগ্নআহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এ্যাডঃ আসলাম মিয়া।
এ্যাডঃ আসলাম মিয়ার ভাতিজা আরেফিন আরিফ জানান, বৃহস্পতিবার থেকে স্টমাক ইনফেকশন হয়েছিল। অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন আগের চেয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি আরো বলেন, তার অসুস্থতার খবর শুনে দেশের বিভিন্ন জায়গা থেকেও মোবাইল ফোনে বিএনপির নেতাকর্মী এবং আত্মীয়স্বজনরা শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।
তার পরিবার ও জেলা বিএনপির পক্ষ থেকে রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।