https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

প্রেমের টানে গাজীপুরে মালয়েশিয়ান নারী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ৪:১১

শেয়ার করুনঃ
প্রেমের টানে গাজীপুরে মালয়েশিয়ান নারী

এবার গাজীপুর শহরের জোলারপাড় এলাকার যুবকের প্রেমের টানে ছুটে এসেছেন এক মালয়েশিয়ান নারী।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে স্থানীয় মসজিদেই বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে শুধু তাদের গ্রাম নয়, আশপাশের গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। উভয়ের পরিবারের সম্মতি, সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এর আগে মালয়েশিয়ার কামপুং কেলেওয়াক এলাকার বাসিন্দা একটি বিশ্ববিদ্যালয়ে চাকরিজীবী নুরকারমিলা বিনতে হামিদ গত ১৮ জুলাই প্রেমিক গাজীপুরের জাহাঙ্গীর আলমের বাড়িতে এসে পৌঁছেন।

জাহাঙ্গীর মালয়েশিয়া থাকার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নুরকারমিলার ভাষ্যমতে, বাঙালি ছেলে জাহাঙ্গীর খুব ভালো ও দায়িত্বশীল। তাই শুধু সবচেয়ে ভালো বন্ধু না ভেবে জীবনসঙ্গী ভেবে এখানে ছুটে এসেছেন। একসঙ্গে চাকরি করতেন। তারপর ধীরে ধীরে ভালোলাগা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জাহাঙ্গীর জানান, তিন বছর আগে দেশে ফিরলেও করোনাসহ নানা কারণে তার আর মালয়েশিয়া ফেরা হয়নি। তবু ভালোবাসার টানে মনের মানুষটি এ দেশে ছুটে আসলে তার মা-বোন ও স্বজনদের মতামতে বিয়ে করেছেন।

এই নবদম্পতি জানায়, একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে সাত বছর ধরেই চেনা-জানা তাদের। তবে প্রায় পাঁচ বছর থেকে প্রেমের সম্পর্ক। তিন বছর আগে জাহাঙ্গীর দেশে ফিরে আসলেও নিয়মিত যোগাযোগ হতো। তবে এবার পাত্রী সরাসরি চলে আসায় বিয়ের মাধ্যমে প্রেমের পরিণতি ঘটে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তারা জানান, এখন দুজনে স্থায়ী সংসার পাততে চান মালয়েশিয়াতে।

মসজিদে অনুষ্ঠিত এই বিয়েতে হাজির হয়ে গ্রামবাসী আনন্দ-উল্লাস করেছেন। গোটা এলাকায় তাদের নিয়ে যেন চলছে উৎসবের আমেজ। তাদের দাম্পত্য জীবন সুখী হোক আর ভালোবাসার বিয়ের এই বন্ধন আজীবন অটুট থাকুক, এমনটাই প্রত্যাশা করছেন এলাকার সবাই।

এ সম্পর্কিত আরও পড়ুন

খাগড়াছড়িতে বৈসাবি উৎসবের আনন্দে মুখর পাহাড়

খাগড়াছড়িতে বৈসাবি উৎসবের আনন্দে মুখর পাহাড়

খাগড়াছড়িতে পাহাড়ি তিন জাতিগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসাবি শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের জন্য এই উৎসব বছরের সবচেয়ে প্রতীক্ষিত দিনগুলোর একটি। বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।  উদ্বোধনী দিনের শুরুতেই ছিল জমকালো শোভাযাত্রা। চাকমা, মারমা ও ত্রিপুরা

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।   বুধবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।   এদিন বিক্ষুব্ধরা প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা মানববন্ধনে অংশ নিয়ে বাবুর গ্রেফতার ও বিচারের দাবিতে স্লোগান দেন।   বক্তারা বলেন, আওয়ামী

গোয়ালন্দে মাতাল অ্যাক্রোবেটিক শো

গোয়ালন্দে মাতাল অ্যাক্রোবেটিক শো

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো চমকপ্রদ অ্যাক্রোবেটিক শো। বুধবার সকালে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।   সার্কাসের অন্যতম প্রধান শিল্প অ্যাক্রোবেটিকসের এই প্রদর্শনীতে অংশ নেয় দেশের দক্ষ শিল্পীরা। টিম লিডার মো. জালাল উদ্দিনের পরিচালনায় আটটি বিশেষ শো উপস্থাপন করা হয়।   শিশু শিল্পী তন্নী ও তিন্নি খানম পরিবেশন করেন ব্লাংকেট ব্যালেন্স। সাকিব খান দেখান পাইপ ব্যালেন্স,

ফেনসিডিলসহ পাচারকারি আটক, বিজিবির সফল অভিযান

ফেনসিডিলসহ পাচারকারি আটক, বিজিবির সফল অভিযান

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় ফেনসিডিলসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটককৃত ওই ব্যক্তির নাম মো. নাসিম হোসেন (২৫)। সে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে সীমান্ত পিলার ২৭৭/৬-এস এলাকা থেকে প্রায়

জামালপুরে গাদু হত্যা মামলায় যাবজ্জীবন ও খালাস

জামালপুরে গাদু হত্যা মামলায় যাবজ্জীবন ও খালাস

জামালপুরে রফিকুল ইসলাম গাদু হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মো. আবু বকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন।   ১৯৯৮ সালের ২৩ ডিসেম্বর রাতে জামালপুর সদরের হাসিল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম গাদু বাড়ির পাশের পুকুর পাহারা দিতে গিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে স্ত্রী লাইলী বেগম পুকুর পাড়ের