প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ৩:১৪
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা ও একীভূত কর্মসংস্থান বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাকশন অন ডিজ্যিাবিলিটি ডেভেলপমেন্ট (এডিডি ইন্টার ন্যাশনাল) এর আয়োজনে সোমবার বেলা ১১টায় হোটেল নীলাঞ্জনা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। সভায় বিভিন্ন আবাসিক হোটেল ম্যানেজার, প্রতিবন্ধী ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় কুয়াকাটায় অবস্থিত আবাসিক হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবন্ধী অতিথি বা ব্যক্তির জন্য হোটেলের নীচ তলায় কামরার ব্যবস্থা করা, আবাসিক হোটেলে ঢালু পথ, হুইল চেয়ার, প্রশস্থ দরজা রাখা, যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধীদের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বা একীভূত কর্ম পরিবেশ তৈরীর উদ্যোগ গ্রহন, আবাসিক হোটেল মোটেলের কর্মকর্তা কর্মচারীগনের প্রতিবন্ধী ব্যক্তির মানসিকতার পরিবর্তন করার উপর গুরুত্তারোপ করা হয়।
এছাড়া প্রতিবন্ধীর অধিকার, প্রবেশগম্যতা, শিক্ষার অধিকার, সু-স্বাস্থ্যের অধিকার, কর্মসংস্থানের অধিকার, রাজনৈতিক অধিকার, প্রতিবন্ধী নারী ও শিশুর অধিকার নিয়ে আলোকপাত করা হয়।
কর্মশালা পরিচালনা করেন বেসরকারী এনজিও সংস্থা এডিডি ইন্টারন্যাশনাল এর প্রজেক্ট কো-অর্ডিনেটর এম এ ইকবাল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী প্রকল্প অফিসার মোঃ আল আমিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা টেলভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, সংবাদকর্মী আবুল হোসেন রাজু, শাপলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুর রহিম, সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আবু তাহের ভূইয়া প্রমুখ।