প্রকাশ: ২১ জুলাই ২০২২, ১৭:২
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে সহপাঠীকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে নিজের গলায় ছুরি চালিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক কিশোর।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ছয়ানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২০ জুলাই) দুপুরে ওই ইউনিয়নে ফারুক ভেন্ডারের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি আহাদ হোসেন (১৬) উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালিবপুর গ্রামের বুড়ির বাড়ির বাসিন্দা। তিনি ছয়ানী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।
ছয়ানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর বলেন, আমার বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ওরা দুজন। বুধবার দুপুরে স্কুল ছুটি হয়। এ সময় ২টার দিকে স্কুলের পার্শ্ববর্তী ফারুক ভেন্ডারের বাড়ির পেছনের সিঁড়িতে আহাদ তার সহপাঠীকে প্রেমের প্রস্তাব দেয়। পরে ওই ছাত্রী জানায়, তার বিয়ে ঠিক হয়ে গেছে। এ কারণে সম্পর্কে জড়ানো সম্ভব নয়। এ সময় আহাদ হোসেন ক্ষুব্ধ হয়ে তার পকেট থেকে ছুরি বের করে নিজের গলায় চালিয়ে দেয়।
তিনি আরও বলেন, আহাদ হোসেনকে রক্তাক্ত অবস্থায় আমার কক্ষে নিয়ে আসে। এ সময় মেয়েটি আমাকে সবকিছু জানায়। তবে এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে সে। পরে আমরা আহাদকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, এ সংবাদটি শুনেছি। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।