প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১০:৪৫
টাঙ্গাইল ও ঝিনাইদহে যৌথ অভিযান চালিয়ে র্যাব ১৪-এর টাঙ্গাইল ক্যাম্প এবং র্যাব-৬, সিপিসি-২ গ্রুপ ২২ আগস্ট ২০২৫ খ্রি. সন্ধ্যায় কাষ্ট সাগরা গ্রাম থেকে টাঙ্গাইল সদর থানার যৌতুকের জন্য হত্যা মামলার এক এজাহারনামীয় আসামী জথী (২০) গ্রেফতার করেছে। মামলাটি ২৬ মে ২০২৫ খ্রি. দায়ের করা হয়েছিল।
মামলার এজাহার অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. ভিকটিম সুবর্ণা আক্তারের সঙ্গে ১নং বিবাদী মোঃ আয়নাল হকের পারিবারিক বিবাহ হয়। বিবাহের পর ১নং বিবাদী ও তার পরিবার মোটরসাইকেল বাবদ ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করতে থাকে। ভিকটিমের পরিবার প্রথমে ২ লক্ষ টাকা দিতে বাধ্য হলেও বাকী ৩ লক্ষ টাকা না দেওয়ায় তাদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন বৃদ্ধি পায়।
গত ৮ মে ২০২৫ বিকাল ৫টা থেকে রাত ১০টার মধ্যে বিবাদীগণ যৌতুকের বাকী ৩ লক্ষ টাকা না পাওয়ায় সুবর্ণা আক্তারকে বাসার ধর্ণায় মারপিট করে গলায় শাড়ীর আচল পেচিয়ে ঝুলিয়ে হত্যা করে। ভিকটিমের দাদী রুনা বেগম (৫৬) টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অনুযায়ী মামলা নং-৩৭ দায়ের করেন।
মামলার রুজুর পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করে। দীর্ঘ অনুসন্ধানের পর অভিযান পরিচালনা করে আসামী গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইল জেলার সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
টাঙ্গাইল ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক স্বাক্ষরিত প্রেস রিলিজে বলা হয়েছে, এ বিষয়ে আরও তথ্যের জন্য ক্যাম্প কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধন, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ভিকটিম ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনিয়ম-দুর্নীতির প্রতিরোধে র্যাবের অভিযান যথাযথ ও সমন্বিতভাবে পরিচালিত হয়েছে। স্থানীয় জনগণ এই ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।