প্রকাশ: ৮ জুলাই ২০২২, ২২:২৭
ডিবেট ক্লাব অব নওগাঁ (ডিসিএন) ও নওগাঁ সরকারি কলেজ বিতর্ক পরিষদ (এনজিসিডিসি) এর উদ্যোগে ফুল, ভেষজ ও ফলজ তিন ধরনের গাছের সমন্বয়ে শুক্রবার সকালে নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গন এবং শহরের তালতলি রাস্তার পাশে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
"প্রকৃতির আলোয় ছড়িয়ে যাক, যুক্তির শ্যামল সৌরভ।" স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজ বিতর্ক পরিষদের প্রধান উপদেষ্টা এসএস মোজাফফর হোসেন, ডিবেট ক্লাব অব নওগাঁর প্রেসিডেন্ট আরিফ উল করিম সিয়াম, নওগাঁ সরকারী কলেজ বিতর্ক পরিষদের প্রসিডেন্ট মো. মোরশেদ আলম শান্ত। ভাইস প্রেসিডেন্ট তাইয়েব তানজী, ডিবেট ক্লাব অব নওগাঁর জেনারেল সেক্রেটারি মাইন আল মুবাশ্বির সংগঠন দুটির কার্যনির্বাহী ও সাধারন সদস্যবৃন্দ।
এসময় নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান বলেন, গাছ নানাভাবে মানুষের উপকার করে। ফল, ফুল, কাঠ, অক্সিজেন, ছায়া- এ সবকিছুই আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না।বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে। দ্রুত জলবায়ু পরিবর্তনে আমাদের মতো উন্নয়নশীল দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। তাই প্রাতিষ্ঠানিক পর্যায় তো বটেই, ব্যক্তি পর্যায়েও গাছ লাগাতে এগিয়ে আসতে হবে। যুক্তিতে মুক্তি খোঁজার প্রয়াসে কাজ করে আসছে নওগাঁ শহরের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন "ডিবেট ক্লাব অব নওগাঁ"। সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে নওগাঁ সরকারি কলেজ বির্তক পরিষদ। সংগঠন দুটি একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়ে সারাদেশে নওগাঁর নাম উজ্জ্বল করে আসছে। জাতীয় পর্যায়ে তারা অর্জন করেছে অনেকগুলো ট্রফি। গোলাপ, জবা, মেহগনি, নিম গাছ ও কৃষ্ণচূড়ার ২০টি চারা লাগিয়ে প্রকৃতির সৌরভ ছড়িয়ে দিতেও উদ্যোগ আছে মেধাবীদের এই সংগঠন দুটির। তাদের এই ক্ষুদ্র প্রয়াস বৃক্ষরোপনে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অনুকরণীয় হতে পারে।