প্রকাশ: ৭ জুলাই ২০২২, ১:৩২
আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে (২০২১-২০২২) খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায়, বরিশালের হিজলা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭জুলাই বৃহস্পতিবার বিকেল ৪ টায়, উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, হিজলা গৌরব্দী ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া প্রাক্তন ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আগত কৃষকগণ।
হিজলা উপজেলার ছয় ইউনিয়নের ছয়শত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে বড়জালিয়া ইউনিয়নে ১০০ জন, গুয়াবাড়িয়া ইউনিয়নে ১৩০ জন, হরিনাথপুর ইউনিয়নে ১২০ জন, হিজলা গৌরব্দী ইউনিয়নে ১০০ জন, মেমানিয়া ইউনিয়নে ১০০ জন, ধূলখোলা ইউনিয়নে ৫০ জন।