প্রকাশ: ৭ জুলাই ২০২২, ০:১৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পূর্বপাড়ার সুবিধাবঞ্চিত ১৭৮ জন নারীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২ টার দিকে মুক্তি মহিলা (এমএমএস) কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসাবে, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুর জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপপরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার মাহাবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মুক্তি মহিলা সমিতির পোগ্রাম ডিরেক্টর মো. আতাউর রহমান মন্জু।