প্রকাশ: ১৬ জুন ২০২২, ১৬:১৪
পটুয়াখালীর মহিপুর থানার দু’টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। লতাচাপলী ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী মোঃ আনছার উদ্দিন মোল্লা এবং ধুলাসার ইউনিয়নে হাতপাখা প্রতীকে মোঃ আব্দুর রহিম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে বেসরকারী ফলাফল ঘোষণার পরপরই লতাচাপলী ইউনিয়নের হাতপাখা প্রতীকের কর্মী সমর্থকরা আলীপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অন্তত ১৫ মিঃ পরে প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবরোধকারীদের সরিয়ে দিতে সক্ষম হন।
এরপর তারা সংবাদ সম্মেলন করে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ মোসলেম মুসুল্লি (মুছা)। নির্বাচনে পৃথক তিনটি ভোট কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালত ৩২ হাজার টাকা
অর্থদ- দিয়েছেন।
ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন চলাকালে মহিপুর থানার দুই ইউনিয়ন লতাচাপলী এবং ধুলাসারের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশীদ জানান, দুই ইউনিয়নে মোট ভোটারের প্রাপ্ত ভোটের গড় ছিল ৮০.৮১ ভাগ।