প্রকাশ: ২ মে ২০২২, ২২:২৩
মাদারীপুরের কালকিনিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারন জনসাধারনের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঈদ উপহার বিতরন করেন।
দলীয় সুত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি তার নিজ অর্থায়নে তার নির্বাচনী এলাকার ২০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ২৫০০(পঁচিশ শত)পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়িকাপুড়ও লুঙ্গী বিতরন করেন।
এ সময় সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ এর পক্ষ থেকে এ সব ঈদ সামগ্রী বিতরন করেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আবুল বাশার,
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন,পৌরমেয়র এস এম হানিফ সিজারাজুল আলম মৃধা, যুগ্ন সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আবুল বাসার,জেলা আওয়ামী লীগের বনও পরিবেশ বিষায় সম্পাদক আবদুল্লাহ আল মামুন,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেল্লাল সরদার, পৌরসভা তাঁতী লীগের সভাপতি মোঃ জামাল চৌকিদার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।