প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ২:৫৯
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের ঘটনায় দুটি নৌকা জব্দ করেছে বনবিভাগ। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা। এদিকে ঘটনার দুদিন পার হলেও বন কর্মকর্তারা বলছেন মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২২ এপ্রিল) সকালে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে দুইটি নৌকা রওনা দিলে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই স্টেশনের বনরক্ষীরা নৌকা দুটিকে আটক করে তাদের স্টেশনে নিয়ে আসেন। আটককৃতদের সাথে দিনব্যাপী দেনদরবার করার পর তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের এসিএফ মোঃ শহীদুল ইসলামের সাথে শনিবার(২৩ এপ্রিল) বিকালে যোগাযোগ করা হলে তিনি জানান, পাস-পারমিট ছাড়া বনে প্রবেশের দায়ে দুটি নৌকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে আবার তিনি মুঠোফোনে জানিয়েছেন, চাঁদপাই স্টেশনের বন রক্ষিরা বিষসহ দুটি নৌকাকে জব্দ করেছে তবে কোন ব্যক্তিকে আটক করতে পারেনি বন বিভাগ।
টাকার বিনিময় কোন জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে তদন্ত করা হবে এবং কোন কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান বনবিভাগের এ কর্মকর্তা। তিনি আরো জানান, বিষসহ নৌকা আটকের বিষয়ে এখনও মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।