প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ১:৩৯
নিউমার্কেটের সংঘর্ষ সরকারের ইন্ধনে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংঘর্ষে ছাত্রলীগ জড়িত ছিল বলেও মনে করছেন তিনি। শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার কারণে দেশে দু:সহ অবস্থা সৃষ্টি হয়েছে।
নিউমার্কেটে সংঘর্ষে সরকার পূর্বের মতো পুলিশ দিয়ে বিএনপি নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা চাপাচ্ছে। তিনি বলেন, সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। জনমত গড়ে তুলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ফখরুল ইসলাম।