প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ১:১০
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়া জামে মসজিদে "জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন " এর পক্ষ থেকে মসজিদের উন্নয়ন কাজে নগত অর্থ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া গত ৮ এপ্রিল উপজেলার আরো ৩টি মসজিদের উন্নয়ন কাজে নগত অর্থ ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
শুক্রবার (১৫ এপ্রিল) জুম্মার নামাজের পর মসজিদ কমিটির সদস্যদের হাতে এ অনুদান তুলে দেন "জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন" এর সভাপতি আঃ সালাম মৃধা।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফেলু মোল্লার পাড়া জামে মসজিদ কমিটির সদস্য, আলহাজ্ব ফজলুল হক মোল্লা, আলহাজ্ব আ.ছালাম মোল্লা, আ.জলিল শেখ, হানিফ কাজী, মোস্তফা শেখ, হাশেম খা, গোপাল পাল, আ. রারেক মোল্লা, মো. আবুল মোল্লা প্রমুখ।