প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ২৩:৪৯
বরিশালের বাকেরগঞ্জে জন্মসূত্রে এক হিন্দু ব্যাক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। হিন্দু ধর্মাবলম্বী হয়েও মুসলিম পরিচয়ে পাসপোর্ট বানিয়ে মালয়েশিয়ায় দীর্ঘ ৩০ বছর কাটিয়ে গত এক সপ্তাহ পূর্বে বাংলাদেশে এসে হিন্দু পরিচয়ে তার নিজ সম্পত্তি বিক্রির অভিযোগ মিলেছে। প্রতারক এ ব্যাক্তিটি হলেন বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিয়ালঘুনি গ্রামের মৃত হেমলাল চন্দ্র শীলের পুত্র বাদল চন্দ্র শীল।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত ৩০ বছর আগে তিনি তার পরিচয় গোপন করে পাসপোর্টে নিজের নাম মোঃ বাদল, পিতা-শামসুল, মাতা-ফাতেমা, ঠিকানা-ঢাকার কেরানীগঞ্জ উল্লেখ করে মালায়শিয়ায় পাড়ি জমান। অথচ তার প্রকৃত নাম বাদল চন্দ্র শীল। গত ১৮ মার্চ তিনি মালয়েশিয়া থেকে মোঃ বাদল পরিচয়ে বাংলাদেশে এসে ২২ মার্চ মঙ্গলবার বাকেরগঞ্জ সাবরেজিস্ট্রী অফিসে গিয়ে জন্ম নিবন্ধনের কাগজ জমা দিয়ে বাদল চন্দ্র শীল নামে তার সাড়ে ৪ শতাংশ জমি কলসকাঠী গ্রামের জয়দেব দাসের নিকট ১৫ লক্ষ টাকায় বিক্রি করেছেন। বাকেরগঞ্জ সাব-রেজিস্টার হারুন আল ঈশা জমি বিক্রির সত্যতা স্বীকার করেছেন।
এদিকে বিষয়টি জানাজানি হলে বাদল চন্দ্র শীল তড়িঘড়ি করে তার নিজ বাড়িতে না গিয়ে ঢাকায় চলে গেছেন।
তার ভাগ্নে সুমন জানান, তার মামা বাদল চন্দ্র শীল আগামী ২৫ মার্চ শুক্রবার সকাল ৯.৪৫ মিনিটের ফ্লাইটে মোঃ বাদল পরিচয়ে মালায়শিয়ায় চলে যাবেন। শুধুমাত্র জমি বিক্রি করতেই তার মামা এক সপ্তাহের জন্য মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন।
তার নিকটাত্নীয় কাজল ঠাকুর জানান, বাদল চন্দ্র শীল ৩০ বছর আগে মালায়শিয়ায় গেলেও দীর্ঘদিন তার কোন খোঁজখবর ছিলনা। প্রায় ১২-১৩ বছর পূর্বে তার সাথে যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়। তিনি কি কারনে হিন্দু ধর্মের লোক হয়েও মুসলমান পরিচয় দিয়ে মালায়শিয়ায় গেছেন এবং সেখানে তিনি কি করেন সে বিষয়েও বোধগম্য নয়।
এলাকাবাসী প্রতারক বাদলের প্রকৃত সত্য উদঘাটন করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।