প্রকাশ: ৫ মার্চ ২০২২, ০:১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'ক্যারিকুলাম প্রিপারেশন ফর সোস্যাল সায়েন্স এন্ড ল স্কুল' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৫ মার্চ) ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি’র) উদ্যোগে আইকিউএসি’র সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাঃ মনিরুজ্জামান সভাপতিত্বে কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. মোঃ সরওয়ার জাহান অবে ক্যারিকুলাম প্রিপারেশন ফর সোস্যাল সায়েন্স এন্ড ল স্কুল বিষয়ে রিসোর্স পারসন হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন।
এছাড়া বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ মহববত হোসেন। দিনব্যাপী এ কর্মশালায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।