প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১:৩০
“প্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাসের কারণে তোমাদের উপবৃত্তির ৪২০০ টাকা দেওয়া হচ্ছে। টাকা গ্রহণের জন্য শিক্ষাবোর্ডের নাম্বারে যোগাযোগ করুন”। না এটা সঠিক কোন তথ্য নয়। প্রতারণার নয়া কৌশল হিসেবে শিক্ষার্থীদের মুঠোফোনে এ ধরণের খুঁদেবার্তা দিচ্ছে একটি প্রতারক চক্র। আর এমনই একটি বার্তা ইনিউজ৭১’র কাছে পাঠিয়েছেন এক শিক্ষার্থী।
ওই খুঁদেবার্তা থেকে প্রাপ্ত ম্যাসেজ যাচাই করেও কোন সত্যতা পাওয়া যায়নি। তবে প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে যে কেউ প্রতারণা শিকার হতে পারে বলে এখনই এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকা প্রয়োজন।
প্রতারক চক্র ম্যাসেজের শেষ ভাগে বিশেষ দ্রষ্টব্য আকারে লিখেছে “ একটি বিকাশ নাম্বার নিয়ে ফোন দিতে হবে”!
খুঁদেবার্তা পেয়েছেন এমন এক শিক্ষার্থী জানান, শুধুমাত্র তিনিই নন, আরো অনেকের মুঠোফোনে এ ধরণের ম্যাসেজ এসেছে। তবে সেই ম্যাসেজের সূত্রধরে কেউ কোথাও যোগাযোগ করেছে কিনা তা জানাতে পারেননি তিনি। তবে যে নাম্বার থেকে ম্যাসেজ পাঠানো হয়েছে ওই নাম্বার বন্ধ পেয়েছে বলেও জানান তিনি।
এদিকে শিক্ষাবোর্ড সূত্র জানায়, এ ধরণের কোন বার্তা/ম্যাসেজ কোন শিক্ষার্থীদের পাঠানো হয়নি। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সূত্র।