
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৬

ব্রেইন স্ট্রোক করে ভারতের দিল্লীর ম্যাক্স নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুস্থতা কামনা ও রোগমুক্তির জন্য গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে অবস্থিত হাজী দুদুখান পাড়া দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের মধ্যে দুপুরের খাবার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ফেব্রুয়ারী) যোহর নামাজের পর ওই মাদ্রাসা ও এতিমখানায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মো. নাসির উদ্দিন রনি'র উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন, মাওলানা মুফতি রবিউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, পৌরসভার প্যানেল মেয়র মো. নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, ব্যাবসায়ী জিল্লুর রহমান, শেখর আহম্মেদ বাবু, জাহিদসহ প্রমুখ।
উল্লেখ্য, কাজী ইরাদত আলী গত ১৮ই ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দার নিজ বাড়ীতে ব্রেইন স্ট্রোক করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।সেখানে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ২১শে ফেব্রুয়ারী রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের দিল্লীর ম্যাক্স নিউরোলজি হাসপাতালে নেয়া হয়। এবং আজ পর্যন্ত তার শাররীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। তার সুস্থ্যতা কামনায় পরিবার ও দলের পক্ষ হতে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।