প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০:৩২
পটুয়াখালীর কুয়াকাটার কেরানী পাড়া থেকে দশ লিটার দেশীয় চোলাই মদ ও গাঁজাসহ হেমাতী রাখাইন (৪১) ও গোবিন্দ দাস (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে মহিপুর থানার এস আই মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এস আই সাইদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধায় মহিপুর থানা এলাকায় মাদকদ্রব্য ও ওয়ারেন্ট তামিল ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌর সভার ৭ নং ওয়ার্ডের কেরানী পাড়ায় অভিযান চালিয়ে এদের দু’জনকে ১০ লিটার দেশীয় চোলাই মদ ও ১২ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। হেমাতি রাখাইনের নামে এর আগেও থানায় মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।
ওই সময় মাদক ব্যবসায়ী হেমাতি রাখাইন তার কাছে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক দেয়া মদের একটি লাইসেন্স দেখায়। ওই লাইসেন্সে সাড়ে ৯ লিটার মদ খাওয়ার জন্য মজুদ করতে পারবেন এমনটাই দাবী করে হেমা রাখাইন। তবে স্থানীয়রা জানান হেমা রাখাইন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মদ, গাঁজা বিক্রি করে আসছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের কায়সার জানান, আটককৃত দুই মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু পুর্বক শুক্রবার সকালে এদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।