প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২২, ২:৭
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ৫৫২ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা। তবে এ ঘটনায় কেউ আটক করা যায়নি।
রোববার (৬ ফেব্রুয়ারি) ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের এ চালানটি জব্দ করা হয়।
সাজ্জাদুল ইসলাম জানান, শাহজালাল বিমানবন্দরে দুই ও তিন নম্বর লাগেজ বেল্টের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি জুসের প্যাকেট পাওয়া যায়। জুসের প্যাকেট থেকে ২২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম। জব্দকৃত স্বর্ণ কাস্টমসের হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।