প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২২, ১:৩৫
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসার ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মো. বাপ্পী (৪) নামের নিহত ওই শিশু খেলতে গিয়ে বাসার দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে যায়। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া চারটায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু বাপ্পীর বাবা মো. স্বপন পেশায় পিকআপ ড্রাইভার। তিনি জানান, ইসলামিয়া হাসপাতালের গলিতে অবস্থিত ভবনটির দ্বিতীয় তলায় তারা বসবাস করেন।
দুপুরের খাওয়া শেষে বাসার নিচে নামলে একজন এসে ছেলের ছাদ থেকে পড়ে যাওয়ার খবর তাকে জানান। দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলেও ছেলেকে বাঁচানো যায়নি।
নিহত বাপ্পীর গ্রামের বাড়ি ভোলার দৌলতখান থানার চরখলিফা গ্রামে। দুই ভাই ও এক বোনের মধ্যে বাপ্পী দ্বিতীয় ছিল।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।