প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), পিপিএম, বিএন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ,
গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), পিপিএম, বিএন জানতে পারেন যে, কুমিল্লা জেলা হতে একটি মাদকের চালান টাঙ্গাইল জেলার উদ্দেশ্যে আসতেছে। মাদকের চালানটিকে আটক করার জন্য টাঙ্গাইল জেলার সদর থানার রাবনা বাইপাস এলাকায় ঢাকা টু টাঙ্গাইল গামী মহাসড়কে র্যাবের একটি আভিযানিক দল অবস্থান করেন। কিন্তু উক্ত মাদকের চালানটি তাদের চোখ ফাঁকি দিয়ে চলে যায়। বিষয়টি টের পেয়ে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের আভিযানিক দলটি উক্ত মাদকের চালানটির পিছু নেয়। পিছু ধাওয়া করতে করতে একপর্যায়ে আভিযানিক দলটি অদ্য ০৫ তারিখ শনিবার রাত্রি দেরটায় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার পশ্চিম মানিকপাড়া হতে মাদক ব্যবসায়ী মোঃ ফারুক (২৫) মোঃ সেলিম (২৬), এর কাছ থেকে ৪২ কেজি গাঁজা ০১টি প্রাইভেটকার, ০৩টি মোবাইল, ০৩টি সিম কার্ড এবং নগদ- ২,০০০ টাকা সহ হাতেনাতে আটক করেন
জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তারা মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদের নিকট বহুদিন ধরে প্রাইভেটকার যোগে বিক্রি করে আসছে।
আসামীদ্বয়ের বিরুদ্ধের জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।